বিয়ের দিনে কনেই কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু। বলা যায় কনেই সেদিন রাজকন্যে । তাই তার সাজ হবে সবার থেকে আলাদা। আজকাল অনেকে বলেন,'আমি খুব সিম্পল সাজতে চাই। আই শ্যাডো লাগাব না,লাল লিপস্টিক একদম নয়, চন্দন পরব না..।' আবার উল্টোটাও আছে। অনেকে বলেন, 'আমাকে খুব হাই মেকআপ করবেন। যেন ফিল্মস্টারের মতো লুক হয়। যাতে আমাকে চেনা না যায়।' দুটোর কোনওটাই ঠিক নয়। তাহলে?

ওপরের দুটো মতই ভুল। মানুষের কত ধরনের মুখ, কত রকম পার্সোনালিটি, ফিগার-গায়ের রঙও ভিন্ন ভিন্ন। প্রত্যেককে তার মতো করে সাজিয়েছি। আমার মনে হয় মেকআপ আর্টিস্টকে এতরকম নির্দেশ দিতে থাকলে সাজটাই (Bridal Makeup) মাটি হয়ে যায়। বরং বিয়ের দিন ঠিক হওয়ার পরই কনের সঙ্গে মেকআপ আর্টিস্টের একবার বসে কথা বলে নেওয়া দরকার। মেকআপ আর্টিস্ট কনের গায়ের রঙ,ফিগার ,তার পছন্দ জেনে নিয়ে বিয়ের বেনারসি ,ওড়না কেমন হলে ভাল দেখাবে সেটা সাজেস্ট করবেন।